স্বেচ্ছায় রক্তদাঁতাদের সংগঠন বাঁধন ও ৩০ টি ইলেকট্রনিক মিডিয়া (টিভি) সাংবাদিকদের সংগঠন Broadcast Journalist Center এর যৌথ উদ্যোগে এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট, গাজী গ্রুপ, ওলওয়েল ডট কম, সবাই মিলে সবার ঢাকা' এর সার্বিক সহযোগিতায় দেশব্যাপী প্লাজমা থেরাপি নিয়ে কাজ শুরু করা--'প্লাজমা সাপোর্ট সেন্টার" এর কার্যক্রম অব্যাহত রয়েছে যেটির শুভ উদ্বোধন ঘোষণা করা হয় ২৭ জুন/২০২০ তারিখে।
মাননীয় মেয়র, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, মোঃ আতিকুল ইসলাম আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন এবং মাননীয় মেয়র, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস একাত্মতা প্রকাশ করেছেন।
স্বাস্থ্য সেবা বিভাগের মাননীয় সচিব আব্দুল মান্নান জুম ভিডিও কল এর মাধ্যমে সংযুক্ত ছিলেন।
এটি সফল হলে বাংলাদেশের প্রতিটি বিভাগেই একই মডেলের মাধ্যমে প্লাজমার কাজ চলবে আশা করা যায় যেখানে সঠিক রোগী সঠিক প্লাজমা পাওয়ার নিশ্চয়তা যেমন থাকে তেমনি বন্ধ হয়ে যাবে সকল অবৈধ লেনদেন।
উল্লেখ্য, দেশের মানুষের ক্রান্তিকালে "প্লাজমা সাপোর্ট সেন্টার" নামক প্ল্যাটফর্মটি
তৈরি হয়েছে।
৭টি সংগঠন ও প্রতিষ্ঠান "শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট", "গাজী গ্রূপ", "সবাই মিলে সবার ঢাকা", "অলওয়েল ডট কম", "ঢাকা উত্তর সিটি কর্পোরেশন", ৩০ টি ইলেকট্রনিক মিডিয়া (টিভি) সাংবাদিকদের সংগঠন "ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার" এবং "স্বেছায় রক্তদাতাদের সংগঠন -বাঁধন" এর প্রায় দেড় মাসের সম্মিলিত প্রচেষ্টার ফল হিসেবে "প্লাজমা সাপোর্ট সেন্টার" এর কার্যক্রম চলমান।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই অনতিবিলম্বে দেশবাসীর করোনা ক্রান্তিকাল কেটে যাবে এবং মানুষের জীবনে স্বাভাবিকতা ফিরে আসবে।