স্বেচ্ছায় প্লাজমা দানে উৎসাহিত করণে বাঁধনকর্মীদের নিরলস প্রচেষ্টা ও অন্যান্য সহযোগী ৬টি প্রতিষ্ঠানের আন্তরিকতায় অবশেষে আনুষ্ঠানিক যাত্রা শুরু হল প্লাজমা_সাপোর্ট_সেন্টার এর
মাননীয় মেয়র, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, মোঃ আতিকুল ইসলাম আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন এবং মাননীয় মেয়র, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস একাত্মতা প্রকাশ করেছেন।
স্বাস্থ্য সেবা বিভাগের মাননীয় সচিব আব্দুল মান্নান জুম ভিডিও কল এর মাধ্যমে সংযুক্ত ছিলেন।
এটি সফল হলে বাংলাদেশের প্রতিটি বিভাগেই একই মডেলের মাধ্যমে প্লাজমার কাজ চলবে আশা করা যায় যেখানে সঠিক রোগী সঠিক প্লাজমা পাওয়ার নিশ্চয়তা যেমন থাকে তেমনি বন্ধ হয়ে যাবে সকল অবৈধ লেনদেন।
উল্লেখ্য, দেশের মানুষের ক্রান্তিকালে "প্লাজমা সাপোর্ট সেন্টার" নামক প্ল্যাটফর্মটি তৈরি হয়েছে।
৭টি সংগঠন ও প্রতিষ্ঠান "শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট", "গাজী গ্রূপ", "সবাই মিলে সবার ঢাকা", "অলওয়েল ডট কম", "ঢাকা উত্তর সিটি কর্পোরেশন", ৩০ টি ইলেকট্রনিক মিডিয়া (টিভি) সাংবাদিকদের সংগঠন "ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার" এবং "স্বেছায় রক্তদাতাদের সংগঠন -বাঁধন" এর প্রায় দেড় মাসের সম্মিলিত প্রচেষ্টার ফল হিসেবে "প্লাজমা সাপোর্ট সেন্টার" এর কার্যক্রম চলমান।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই অনতিবিলম্বে দেশবাসীর করোনা ক্রান্তিকাল কেটে যাবে এবং মানুষের জীবনে স্বাভাবিকতা ফিরে আসবে।
"প্লাজমা সাপোর্ট সেন্টার" এর মূল চালিকা শক্তি সকল প্লাজমা ডোনারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।
Central Office, T.S.C (Ground Floor),
University of Dhaka, Dhaka-1000