কোভিড-১৯ এ আক্রান্ত রোগীর জন্য প্লাজমা ডোনেশনে ইচ্ছুক ডোনারের তালিকা।
বাঁধন, স্বেচ্ছায় রক্তদাতাদের একটি সংগঠন। রক্তের অভাবে আর যেনো একটিও প্রাণ ঝরে না যায়, এই সামাজিক আন্দোলন নিয়ে আমরা সমগ্র বাংলাদেশে কাজ করে যাচ্ছি। কোভিড-১৯ এর এই দুঃসময়ে আমরা চেষ্টা করছি রক্তদাতার সংখ্যা কীভাবে বাড়ানো যায় তা নিয়ে। কোভিড-১৯ এ আক্রান্ত রোগীদের প্লাজমা যোগান দিতে সকলে মিলে কাজ করলে আমরা মুমূর্ষুর মুখে হাসি ফোটাতে পারবো। এজন্য আপনার আন্তরিক সহযোগিতা কামনা করছি।
আপনি (নিজে অথবা আপনার পরিচিত কেউ) কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে থাকেন (উপসর্গ মুক্তির পর ২৪ ঘণ্টা ব্যবধানে পরপর দুইটি RT PCR TEST এ নেগেটিভ আসে) এবং বর্তমানে আক্রান্ত ব্যক্তির জন্য প্লাজমা দানে আগ্রহী হয়ে থাকেন।
উল্লেখ্যঃ আপনি প্লাজমা দান করতে পারবেন যদি ১। আপনার সুস্থ হওয়ার পর ২৮ দিন অতিবাহিত হয় ২। ২৪ ঘন্টার ব্যবধানে পর পর দুইটি RT PCR TEST এ কোভিড-১৯ নেগেটিভ আসার পর ১৪ দিন অতিবাহিত হয় ৩। আপনি যদি এখন "গর্ভবতী বা প্রসূতি মা" না হোন ৪। কখনো গর্ভধারণ করেছেন এমন "মা" কিন্তু HLA এন্টিবডি টেস্টে নেগেটিভ হয়েছেন ৫। এন্টিবডি টাইটার ১ঃ১৬০ থাকে ৬। আপনার বয়স যদি ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে হয় ৭। আপনার অন্য কোন জটিল রোগ (যেমন হেপাটাইটিস-বি, সি, এইডস, সিফিলিস) না থাকে (অবশ্য রক্ত দানের পূর্বে কিছু পরীক্ষা করে দেখা হয়)
বিশেষ দ্রষ্টব্যঃ এই তথ্য কোন পাবলিক ফোরামে প্রদর্শিত হবে না। বাঁধন এর কাছে আসা চাহিদা পর্যবেক্ষণের পর প্লাজমা ডোনেশনে আপনার তথ্য যথাযথ মনে হলে আপনার সাথে প্রথমে যোগাযোগ করে পরবর্তীতে আপনার অনুমতিক্রমে সাহায্য প্রার্থীর সাথে আপনার সরাসরি সংযোগ করে দেয়া হবে।