AGM of Badhan Foundation (বাঁধন ফাউন্ডেশন এর বার্ষিক সাধারণ সভা)

07-04-2017

 

 

*** বাঁধন ফাউন্ডেশন-এর বার্ষিক সাধারণ সভা ***

 তারিখঃ ০৭ এপ্রিল, ২০১৭

সময়ঃ সকাল ৯.০০ টা থেকে সকাল ১০.৩০ পর্যন্ত 
[দেড় ঘন্টার মধ্যেই সভা শেষ করা হবে ,সুতরাং ঠিক ৯.০০ টায় উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে ]

স্থান:  ক্যাফেটেরিয়া , ছাত্র-শিক্ষক কেন্দ্র (টি.এস.সি) , ঢাকা বিশ্ববিদ্যালয়

 আলোচ্যসুচি:

১. সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের প্রতিবেদন;

২. নতুন কমিটি সংক্রান্ত আলোচনা ;

৩.   বিটিসির নির্মাণ কাজ  সংক্রান্ত আপডেট ; শুরু এবং পরবর্তী পদক্ষেপ

৪. ফাউন্ডেশন-এর সদস্য সংগ্রহ

৫. বিবিধ

 
সুপ্রিয় সুধি,

আসছে ০৭ এপ্রিল, ২০১৭ সকাল ৯.০০ টা থেকে সকাল ১০.৩০ পর্যন্ত  ক্যাফেটেরিয়া , ছাত্র-শিক্ষক কেন্দ্র (টি.এস.সি) , ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাঁধন ফাউন্ডেশন কর্তৃক বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়েছে ।এই সভায় বাঁধন ফাউন্ডেশন এর সকল সদস্য এবং আগ্রহী যেকোন সিনিয়র বাঁধন কর্মী অংশগ্রহণ করতে পারবেন।

 সকলের প্রাণবন্ত উপস্থিতি এবং মূল্যবান মতামতএকান্ত কাম্য।

 

শুভেচ্ছান্তে,

মোঃ শাহাদাত হুসাইন তানভীর   

সেক্রেটারি জেনারেল

বাঁধন ফাউন্ডেশন